অপারেশন ডেভিল হান্ট: নীলফামারীতে মৎস্যজীবী লীগর কেন্দ্রীয় কমিটির সদস্য আটক

- আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

ফজল কাদির, নীলফামারীঃ অপারশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর ডোমারে মঞ্জুর আলম নাহিদ (৪৫) নামের আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতিকে আটক করেছে পুলিশ। আটককৃত নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। এ ছাড়া ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ডোমার থানা পুলিশ নাহিদ কে নীলফামারী জেলা কারাগারে পাঠায়।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসাবে শনিবার ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক করে রমনা থানা পুলিশ। এরপর রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম নাহিদ কে ঢাকার রমনা থানা পুলিশ আটক করে, ডোমার থানাকে হস্তান্তর করেছে। আজ আসামীকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানা হয়েছে।