আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

- আপডেট সময় : ০৫:১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ইন্তেকাল করেন। সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন। এছাড়াও দিনটিতে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মিলাদ-মাহফিলের পাশাপাশি ইবাদত বন্দেগী করেন।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৪ হিজরী উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (৮ অক্টোবর) শনিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার ও বাদ মাগরীব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
উল্লেখ্য, ১৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।