ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭
- আপডেট সময় : ০৬:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ১৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে ঠেকেছে। ক্ষেপণাস্ত্র হামলায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে।
জাপোরিঝিয়া শহরের ভারপ্রাপ্ত মেয়র জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাপোরিঝিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এতে হতাহতের ঘটনা ছাড়াও পাঁচটি বাড়ি ধ্বংস হয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার মোট সাতটি রুশ ক্ষেপণাস্ত্র জাপোরিঝিয়া শহরে আঘাত হেনেছে। তার মধ্যে তিনটিই শহরের কেন্দ্রস্থলে আঘাত করেছে।
ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির প্রধান সড়কের পাশে থাকা পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে।
রুশ বাহিনী জাপোরিঝিয়ার কিছু অংশের দখল নিতে সমর্থ হলেও পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে পারেনি। শনিবার যে এলাকাটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তা ইউক্রেনের দখলে রয়েছে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া।







.gif)















