ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:২৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিন ধরেই আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে টানা সহিংসতা চলছে। আর এ সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুক্রবার (৪ আগস্ট) দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের দপ্তর এক বিবৃতিতে বলেছে, নিয়মিত আইনি ব্যবস্থায় ভয়ঙ্কর কার্যক্রম দমন কঠিন হয়ে যাওয়ায় পর দেখা গেছে, দেশে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন। তবে পুরো ইথিওপিয়ায় নাকি শুধুমাত্র সংঘাতপূর্ণ আমহারায় এই জরুরি অবস্থা কার্যকর হবে সেটি পরিষ্কার করে জানায়নি প্রধানমন্ত্রীর দপ্তর।
গত সপ্তাহে দেশটির দ্বিতীয় জনবহুল অঞ্চলটিতে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী ফানো মিলিশিয়ার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যা দ্রুত সময়ের মধ্যে দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
সূত্র: আল-জাজিরা







.gif)















