কিশোরগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীর কিশোরগঞ্জে সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
রবিবার বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তরা বলেন, জাতীয় পার্টির মনোনীত কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিভিন্ন বরাদ্দ না দিয়ে আত্মসাৎ করেছেন। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। গতকাল রাতে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এমতাবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে তারা মানববন্ধন করেন।
এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।