খানসামায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১
 
																
								
							
                                
                              							  মো: নুরনবী ইসলাম									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় টিনবোঝাই ট্রলির সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর ছিমনিভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন উপজেলার সুবর্ণখুলি গ্রামের আজিম মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে মহসিন আলী (২২)। আহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক৷ তারা ওই ভ্যানের যাত্রী ছিলেন বলে জানা যায়।

স্থানীয় সম্রাট জানান, রাতে খানসামা বাজারের দিকে আসছিল একটি টিনবোঝাই ট্রলি। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহত দুজনকে উদ্ধার করে রংপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মহসিন আলী মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির চিকিৎসা অব্যাহত রয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, টিনবোঝাই একটি ট্রলির ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ট্রলিটি থানায় আটক রয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
							
                             
																			






.gif)





