খানসামায় শীতকালীন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
- আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ৫১ তম জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এ উপলক্ষে দিনাজপুরের খানসামায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলার মধ্যে দিয়ে শীতকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।







.gif)









