শনিবার সন্ধ্যার পর উপজেলার খামারপাড়া ইউনিয়নের মধ্য জোয়ার সার্বজনীন দূর্গা মন্ডপ ও জোয়ার কালিরবাজার সার্বজনীন দূর্গা মন্ডপের পৃথক পৃথক আয়োজনে স্ব স্ব মন্ডপ চত্বরে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারকে এ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী ও সাবেক চেয়ারম্যান সাজেদুল হক সাজু, খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক রমনী কান্ত বর্মণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, খামারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার রায় ও সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র রায় প্রমুখ।