খানসামা দলিল লেখক সমিতির নির্বাচন: সভাপতি আমির, সম্পাদক আনিছুর

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পদে আমির হোসেন সাগর সরকার ও সাধারন সম্পাদক পদে আনিসুর রহমান সরকার নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ মে) সকালে খানসামা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক কার্যালয়ে এ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
দলিল লেখক সমিতি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোজাফফর হোসেন সরকার জানান, সমিতির ভোটার সংখ্যা ৬৫ জন। শতভাগ ভোট সংগ্রহ হয়েছে। সভাপতি পদে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন আমির হোসেন সাগর। তাঁর একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আ. হামিদ কবিরাজ পান ২৬টি ভোট। সাধারন সম্পাদক পদে আনিছুর রহমান ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আমিনুরজ্জান ইসলাম সরকার পান ৩০ ভোট।