খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য রাজশাহীতে দোয়া মহফিল অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য রাজশাহীতে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে এ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, আমেরিকার জর্জীয়ায় বিএনপি শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের সভাপতি ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎযাপনের সদস্য সচিব রহমান আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মহান রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলে মোনাজাত করেন দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ।







.gif)










