ছাত্রলীগের সাবেক নেতা বিপু ও রাকেশের ওপর বিএনপির হামলার প্রতিবাদে খানসামায় বিক্ষোভ মিছিল
নুর নবী ইসলাম
- আপডেট সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু এবং খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ মিছিলে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলো এসে প্রতিবাদ সভা করে। আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দিনাজপুর জেলা আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করে। সেই সভায় যোগ দিতে গিয়ে হামলার শিকার হন বিপু এবং রাকেশ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির কর্মীরা বাসে করে যাওয়ার সময় আওয়ামী লীগের গাড়ি দেখে তাদের ওপর হামলা করে এবং গাড়ি ভাংচুর করে।
সভায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুব সুমন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য খলিলুর রহমান, যুবলীগ নেতা হাজ্জাজ আল হাদী বড়বাবুসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখা ইউনিটের নেতারা।
তারা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। এমন ঘটনা ভবিষ্যতে ঘটলে সমুচিত জবাব দেওয়া হবে বলেও বক্তরা প্রতিবাদ সভায় উল্লেখ করেন।







.gif)




