সৈয়দপুর ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় টোল প্লাজার অদূরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও দুই শিশুসহ ৬ জন নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন যাত্রী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড পেড়িয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে বাস যাত্রী এক নারী, দুই শিশু এবং মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান।

তিনি আরো জানা, হতাহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসযাত্রী মোছাঃ জান্নাতুল খাতুন বলেন, চাঁপাই থেকে সাড়ে সাতটায় উঠে ঢাকায় যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর উপরে বাসটি পৌঁছালে তিনি ঘুমিয়ে পড়েন। পরে সেতু পূর্ব পাড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এসময় ফায়ার সার্ভিস ও সেতুর লোকজন বাস থেকে আমাদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. আতাউল গণি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকবাবে বিশ হাজার করে টাকা বরাদ্দ করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের নেতৃত্বে বিআরটিএ, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


টাঙ্গাইলে বাস মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

আপডেট সময় : ১২:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় টোল প্লাজার অদূরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও দুই শিশুসহ ৬ জন নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন যাত্রী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড পেড়িয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে বাস যাত্রী এক নারী, দুই শিশু এবং মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান।

তিনি আরো জানা, হতাহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসযাত্রী মোছাঃ জান্নাতুল খাতুন বলেন, চাঁপাই থেকে সাড়ে সাতটায় উঠে ঢাকায় যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর উপরে বাসটি পৌঁছালে তিনি ঘুমিয়ে পড়েন। পরে সেতু পূর্ব পাড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এসময় ফায়ার সার্ভিস ও সেতুর লোকজন বাস থেকে আমাদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. আতাউল গণি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকবাবে বিশ হাজার করে টাকা বরাদ্দ করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের নেতৃত্বে বিআরটিএ, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।