ঠাকুরগাঁওয়ে সোহাগী ও স্বপ্না রানীকে গণসংবর্ধনা প্রদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ১১৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতীয় নারী ফুটবল দলের সদস্য সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে গণসংবর্ধনা দিয়েছেন ঠাকুরগাঁওবাসী।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জর্জ কোর্ট চত্বরে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ানশিপ-২০২২ বিজয়ী নারী ফুটবল দলের ওই দুই নারী ফুটবলারকে গণসংবর্ধনা দেওয়া হয়।
ওই দুই নারী ফুটবলার হলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার স্বপ্না রানী ও সোহাগী কিসকু।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন প্রথমে তাদের সংবর্ধনা দেন। পরে জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল ফেডারেশন, প্রেসক্লাবসহ বিভিন্ন স্তরের মানুষেরা সংবর্ধনা দেয়।
এর আগে ওই দুই নারী ফুটবলারকে নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।







.gif)





