ডোমারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

- আপডেট সময় : ০১:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে এক সন্তানের জননী কবিতা রানী (৩৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ স্বামী সুভাষ চন্দ্র শীলকে (৪২) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের পাগলা বাজার এলাকার নাপিত পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত কবিতা রানী বোদা উপজেলার ফুলতলা নাউয়া পাড়া এলাকার বিরেন্দ্র শর্মার মেয়ে।
স্থানীয়রা জানায়, ২০০২ সালে সুভাষ চন্দ্র শীলের সাথে বোদা উপজেলার ফুলতলা এলাকার বিরেন্দ্র নাথের মেয়ে কবিতার সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে সামান্য বিষয় নিয়ে আবারও তাদের মধ্যে কলহ শুরু হলে এক পর্যায়ে সুভাষ তার স্ত্রীকে মারধর করার পাশাপাশি গলা টিপে ধরে এলোপাতারি কিল-ঘুষি মারতে থাকে। মারধর করায় তার স্ত্রী অসুস্থহয়ে পরেন। সন্ধ্যায় কবিতা রানী অনবরত বমি করতে থাকলে তার স্বামী সুভাষ তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ডোমার থানা পুলিশ দেবীগঞ্জ হাসপাতাল থেকে সুভাষকে আটক করে। নিহত কবিতা রানীর ভাই সনাতন শর্মা বাদী হয়ে রাতে ডোমার থানায় সুভাষের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।