নীলফামারীতে অনিবন্ধিত ও ভুয়া নার্স সনাক্তের দাবী

- আপডেট সময় : ০১:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

ফজল কাদির: নীলফামারীতে বেসরকারী হাসপাতাল ক্লিনিক অনিবন্ধিত ও ভুয়া নার্স সনাক্তের দাবীতে সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরাধী নার্স সোসাইটির শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এরআগে শহরের চৌরঙ্গি মোড় থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অনেক ক্লিনিক ও হাসপাতালে নিবন্ধনহীন ব্যক্তিরা কর্মরত। তাদের সবার মান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। এর ফলে নিবন্ধনপ্রাপ্ত নার্সরা সামাজিকভাব হেয় হচ্ছেন।
এছাড়া নার্সদের বেতন ভাতা ও সুযাগ সুবিধা বৃদ্ধি, সরকারী হাসপাতালের মত শিফটওয়ারী ডিউটির কথা উল্লেখ করা হয় স্মারকলিপিতে।
নীলফামারী নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজে শিক্ষার্থী আজিজুল ইসলাম আজিজ জানান, যারা নিবন্ধিত নার্স তাদের দ্বারাই সেবা পরিচালনা, বেতন ভাতা এবং অন্যান্য সুযাগ সুবিধা বাড়ানো সহ ক্লিনিক ও হাসপাতালগুলোতে অভিযান পরিচালনার জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি।
এ সময় শিক্ষার্থী মুনা ইসলাম, রজাউল ইসলাম, তাপসী রায়, খুশি আক্তার, মনায়ার হাসন, রাশদ ইসলাম ও ইসমাইল হাসন উপস্থিত ছিলেন।