নীলফামারীতে ‘উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল’ বিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণ শুরু

- আপডেট সময় : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীত উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে সোমবার (৩ জুন) থেকে।
‘ন্যাশনাল প্রাডাকটিভি অর্গানাইজেশন (এনপিও)’ এর সহযোগীতায় প্রশিক্ষণের আয়োজন করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদশ (নাসিব), নীলফামারী জেলা কমিটি।
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ। নাসিব’র প্রধান উপদেষ্টা প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রনালয়ের এনপিও গবেষণা কর্মকর্তা আকিবুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল ও নাসিব’র জেলা সভাপতি আব্দুল মোমিন বক্তব্য দেন।
নাসিব’র জেলা সভাপতি আব্দুল মোমিন জানান, ‘ন্যাশনাল প্রাডাকটিভি অর্গানাইজেশন (এনপিও)’ এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা অবহিতকরণ শীর্ষক প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন পর্যায়ের ৯০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছে।