নীলফামারীতে তাঁতীদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেট সময় : ০২:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: নীলফামারীতে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) নীলফামারী পৌর তাঁতীদলের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান মাহবুব। এর আগে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নূর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌর তাঁতীদলের আহবায়ক মো. শাহরিয়ার হুসাইন হাবিল।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান মাহবুব বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারারম্যান দেশনায়ক তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচি সহ সব সময় সামাজিক কর্মকান্ড পরিচালনা করতে দিক নির্দেশনা প্রদান করছেন। গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ অক্সিজেন দেয় বলে আমরা বেঁচে থাকি। পৌর তাঁতীদলের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এসময় জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক মো. ফেরদৌস আলম, ক্রীড়া সম্পাদক সাকিব আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক কুদ্দুস ইসলাম, পৌর তাঁতীদলের যুগ্ম-আহবায়ক সাগর ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পৌর তাঁতীদলের উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার চারাগাছ রোপণ করা হবে বলে জানান, পৌর তাঁতীদলের আহবায়ক মো. শাহরিয়ার হুসাইন হাবিল।