নীলফামারীতে র্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামী লিখন ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। লিখন কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর দেওয়ানীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।
র্যাব সুত্র জানায়, গত ৬ অক্টোবর কিশোরগঞ্জে পানিয়ালপুকুর এলাকার এক নারীকে অপহরণ করে ডিমলার চাপানি এলাকার রব্বানীর বাড়িতে নিয়ে যায়। সেখানে লিখনসহ আরো দু’জন মিলে ওই নারীকে গণধর্ষণ করে তারা।
কিশোরগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে র্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল শনিবার রাতে সৈয়দপুরের কামারপুকুর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ সাইফুল্লাহ নাঈম। তিনি জানান, গ্রেফতার লিখনকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।







.gif)









