নীলফামারীতে শিক্ষা মেলা অনুষ্টিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১০০ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারী পিটিআই চত্বরে মঙ্গলবার (১৪ মার্চ) দিনব্যাপী উপকরণ প্রদর্শনি ও শিক্ষা মেলা অনুষ্টিত হয়েছে।জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই মেলার আয়োজন করেন। জেলার ছয় উপজেলা শিক্ষা অফিসের ৬টি স্টল স্থান পায় এই মেলায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয় স্টলগুলো।
সকালে স্টলগুলো পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানি, আব্দুস ছাত্তার ও নুরুজামান উপস্থিত ছিলেন।
শেষে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়।