নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন: দেশব্যাপী চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নীলফামারী জেলা শাখা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ মফিদুল আলম খান। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ও প্রশাসনের নির্লিপ্ততায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এছাড়া রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সারাদেশে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
জেলা আহ্বায়ক মোর্শেদ আযম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সারা দেশের মতো নীলফামারীতেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি প্রমাণ করে—গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা সোচ্চার ও প্রস্তুত।