নীলফামারীতে ৫শ দুর্গতদের খাদ্য সামগ্রী দিল প্রশাসন ও বিএনপি

- আপডেট সময় : ০১:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রোববার সকালে গাড়াগ্রাম ইউনিয়নে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসন ও বিএনপি।
আজ বিকাল সাড়ে ৫ টার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় যান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় তিনি ৩ শত পরিবারকে শুকনো খাবারের বস্তা ও কম্বল বিতরণ করেন।
অপর দিকে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নেতৃত্বে জেলা ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সন্ধ্যা ৬ টায় খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়ায়। তারা ২ শত পরিবারকে শুকনো খাবার দেয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, আপাতত ৩শ’ শুকনো খাবারের (চাল, ডাল, তেল, চিড়া, চিনি, পিয়াজ, মরিচসহ বিভিন্ন পন্য) বস্তার ব্যবস্থা করা গেছে। এছাড়া পরিবারগুলোর মাঝে ৩ শত কম্বল বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ত্রাণ সামগ্রী শুকনো খাবার ও কম্বল দেয়া হবে।
বিকালে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে শুকনো খাবার ও কম্বল নিয়ে ছুটে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবারের বস্তা ও কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক আবু সাঈদ লিওন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সকল বিভাগ ক্ষতিগ্রস্থদের পাশে আছে। ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির তরফ থেকে শুকনো খাবার তারা চিড়া, মুড়ি,গুড়সহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ ২ শত পরিবারকে তারা এ সামগ্রী বিতরণ করেন। এসব বিতরণ করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি নীলফামারী-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, আপাতত ২ শত পরিবারের মাঝে তাৎক্ষনিক খাদ্য বিতরণ করা হচ্ছে। সকল পরিবারকে বিএনপির তরফ হতে শুকনো খাবার দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
অপর দিকে নীলফামারী-৪ আসনের জামায়াতের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনকাকিম টর্নেডো এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নিচ্ছেন। উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ জানান, আমরা ক্ষতিগ্রস্থদের পাশে আছি এবং থাকবো। তাদের সহযোগিতা করা হবে।
অন্যদিকে খবর পেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক আবু সাঈদ লিওন ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়েছেন। তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপজেলা সমন্বয়কারী আব্দুল কাইয়ুমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।