নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিকদের আন্দোলন রুখে দিল স্থানীয়রা
- আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: গেল এক মাসে নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত বিভিন্ন কারখানার শ্রমিকদের একের পর এক দাবীর প্রেক্ষিতে চাকুরীচ্যুত হয়েছেন বিভিন্ন কারখানার জেনারেল ম্যানেজার(জিএম)সহ অসংখ্য কর্মকর্তারা। এর পরেও কোন ভাবেই থামছিল না বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মবিরতির আন্দোলন।
ফলশ্রুতিতে শ্রমিকেরা আন্দোলন ব্যতিরেকে কাজে যোগদান না করায় সম্প্রতি বন্ধ ঘোষনা করে নীলফামারী উত্তরা ইপিজেডে অবস্থিত চারটি কারখানা। এরই প্রেক্ষিতে আজ সোমবার আবারও বিভিন্ন দাবী নিয়ে নীলফামারী উত্তরা ইপিজেডের মেইন ফটকে আন্দোলন করেন উত্তরা ইপিজেডে অবস্থিত বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এক পর্যায়ে রাস্তা অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা কালে স্থানীয়দের প্রতিহতের মুখে পড়েন আন্দোলনকারীরা। স্থানীয়দের কঠোর প্রতিহতের কবলে আন্দোলনকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হলে, মুহুর্তেই বেশামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নীলফামারী পুলিশ প্রশাসন।
জানতে চাইলে, নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ জানান, “সম্প্রতি উত্তরা ইপিজেডে বন্ধ হওয়া চারটি কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবীতে আজ আবারও আন্দোলন করলে, স্থানীয়দের বাঁধার মুখে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হলে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নীলফামারী পুলিশ প্রশাসন”।
স্থানীয়রা বলছেন, শ্রমিকদের সকল দাবী উত্তরা ইপিজেডে অবস্থিত কোম্পানি গুলো মেনে নিলেও অহেতুক আন্দোলন করে নীলফামারী উত্তরা ইপিজেডকে ধ্বংসের পায়তারা করছে একটি অসাধুচক্র। ইপিজেডে সম্প্রতি বন্ধ হওয়া চারটি কোম্পানির শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে জনসাধারণের ব্যঘাত ঘঠাচ্ছেন। এভাবে চলতে থাকলে, পুরো ইপিজেড বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি কোন ভাবেই কাম্য নয়”।







.gif)










