কিশোরগঞ্জে চা’য়ে চেতনানাশক ট্যাবলেট দিয়ে ২ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি

- আপডেট সময় : ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ চায়ের সাথে চেতনানাশক ট্যাবলট দিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজলার ঝর্ণার মোড়ে অবস্থিত দিপিকা জুয়লার্সে।
দিপিকা জুয়েলার্সের মালিক কিশার কুমার রায় মিঠু কে চেতনানাশক চক্রের ২ সদস্য চায়ের দোকানে নিয়ে গিয়ে চা খাওয়ানার সময় চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দেয়। পরে জুয়লার্সে গিয়ে ওই চক্র স্বর্ণালঙ্কার দেখার সময় জুয়লার্সের মালিক মিঠু অচেতন হয়ে পরে। এ সময় তারা ঝুমকা, দুল সহ প্রায় ২ লক্ষাধিক স্বর্ণালঙ্কার নিয়ে তারা চম্পট দয়।
এ ব্যাপার দিপিকা জুয়লার্সের মালিক কিশার কুমার রায় মিঠু জানান, আমার কর্মচারী রবি রায় অদূর কর্মরত থাকলেও এ ঘটনাটি আঁচ করতে পারেনি। বিষয়টি আমি থানায় জানিয়েছি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চদ্র রায় জানান, আমরা থানার সিসি ক্যামরায় অপরাধীদর শনাক্ত করার চেষ্টা করছি।