নীলফামারীর কিশোরগঞ্জে ছেলের হাতে মা খুন

- আপডেট সময় : ১১:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিকাশে পাঠানো টাকার হিসাব গড়মিল হওয়ায় ছেলের হাতে আরজিনা বেগম (৪০) নামে এক মা খুন হয়েছেন।
বুধবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মধ্যরাজিব গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলের নাম সবুজ মিয়া (১৮)। তার বাবার নাম সামছুল কবিরাজ।
এলাকাবাসী জানায়, নিহত আরজিনা বেগমের ২ ছেলে-মেয়ে। কিছু দিন আগে মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে সবুজ মিয়া ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। পবিত্র ঈদুল আজহার ছুটিতে ছেলে সবুজ মিয়া বাড়িতে আসবেন। বাড়িতে আসার আগে ছেলে তার বেতনের টাকা মায়ের বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। গতকাল মঙ্গলবার ছেলে বাড়িতে এসে বিকাশে পাঠানো টাকার হিসাব চাইলে হিসাবে গড়মিল পায়। এ সময় উত্তেজিত হয়ে ভারি লোহার বস্তু দিয়ে মায়ের মাথায় আঘাত করলে মা আরজিনা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুল বলেন, সামছুল কবিরাজের দুই বউ। দ্বিতীয় পক্ষের স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। বিকাশে পাঠানো টাকার হিসাবে গড়মিলের কারণে ছেলের হাতে মা খুন হয়েছেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজীব কুমার রায় বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।