নীলফামারীর কিশোরগঞ্জে দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

ফজল কাদির
- আপডেট সময় : ০১:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

ফজল কাদির: “এক দফা, এক দাবি, ১০ম গ্রেড ন্যায্য দাবী”স্লোগান নিয়ে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান করে।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে “এক দফা, এক দাবি, ১০ম গ্রেড ন্যায্য দাবী” শ্লোগানে মুখরিত হয়ে উঠে। শিক্ষকরা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধনে এ শ্লোগান দেয়। দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধনটি ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক রবিউল ইসলাম, মতিউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, চন্দন কুমার, আবুল হাসনাত, আব্দুল রতিফ, স্বপন কুমার রায়, মশিউর রহমান, মোজাহিদুজ্জামান, তারিফুল ইসলাম, শরিফুল ইসলাম, জেসমিন আক্তার প্রমুখ।
শিক্ষকরা বক্তব্যে বলেন- আমরা জাতির কারিগর হয়েও বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ গ্রেড দাবী করছি। মানববন্ধনে প্রায় চার শতাধিক শিক্ষকরা অংশগ্রহণ করে।
পরে তারা বৈষম্যের কথা তুলে ধরে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে।