নেত্রকোনায় ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় ওই শ্রমিকের ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়।
রবিবার সকালে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বন্ধঊষান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, তারা ওই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে। সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে বিলে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এসময় বজ্রপাতে আহত হন দুজনই।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকুল হাসানকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।