প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মতো গোয়েন্দা সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইতোমধ্যে স্যাটেলাইটটির নির্মাণ সম্পন্ন করেছে দেশটি। পরিকল্পনা অনুযায়ী স্যাটেলাইটটি দ্রুত উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে কবে এটি উৎক্ষেপণ করা হবে তা জানানো হয়নি।
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী মে থেকে সেপ্টেম্বরের মধ্যেই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে পিয়ংইয়ং।
সম্প্রতি, ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করেছেন কিম। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় দেশটির এমন স্যাটেলাইট প্রয়োজন ছিল।
এরআগে, গত ডিসেম্বরে উত্তর কোরিয়া জানিয়েছিল, গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণে চূড়ান্ত পর্যায়ে রয়েছে দেশটি। এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সমপন্ন হবে বলেও জানানো হয়।