বৃহস্পতিবার বাদ জোহর নিহত বিএনপি নেতা আব্দুল খালেকের জানাজা

- আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৪ মে) বিকেল ৪ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। এর আগে তিনি দুপুর ১:৩০ মিনিটের দিকে নীলফামারী যুব উন্নয়ন কার্যালয়ে নিকট জোহরের নামাজের আদায়ের জন্য মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘাতক মোটরসাইকেলের চালকের পরিচয় জানা সম্ভব হয় নি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বিএনপি নেতার জানাজা ও দাফন আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) গ্রামের বাড়ি বোতলাগাড়িতে বাদ জোহর সম্পন্ন হবে।
রাজনৈতিক এই নেতার মৃত্যুতে সকল রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
দলীয় সূত্রে জানা যায়, তার মৃত্যুতে পূর্ব ঘোষিত ২৬ মে’র গণ সমাবেশ স্থগিত হতে পারে।
উল্লেখ্য, আব্দুল খালেক ব্যক্তি জীবনে দুই কন্যা সন্তানের জনক। তিনি একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী ছিলেন।