বিএনপির আর্দশে অনুপ্রাণিত হয়ে ছয় শতাধিক সনাতন ধর্মালম্বীর বিএনপিতে যোগদান
- আপডেট সময় : ০৩:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ফজল কাদির: বিএনপির আর্দশে অনুপ্রাণিত হয়ে নীলফামারীর কিশোরগঞ্জের ছয় শতাধিক সনাতন ধর্মালম্বী বিএনপিতে যোগদান করলেন।
আজ শুক্রবার রাত সাড়ে আট টার দিকে বড়ভিটা ইউনিয়নের ক্যামেরার বাজার এলাকায় মেলাবর প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানকৃত সনাতন ধর্মালম্বী নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
বড়ভিটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অতুল চন্দ্র রায়, অমল চন্দ্র রায় ও দুলু রাম রায়ের নেতৃত্বে ২ শতাধিক, ৮নং ওয়ার্ডের প্রভাশ চন্দ্র রায়, গঙ্গাধর রায় ও সুবাস চন্দ্র রায়ের নেতৃত্বে ২ শতাধিক এবং ৯নং ওয়ার্ডের মিলন চন্দ্র, জগদীশ চন্দ্র, প্রমথ চন্দ্র রায়ের নেতৃত্বে ২ শতাধিকসহ মোট ছয় শতাধিক সনাতন ধর্মালম্বীরা বিএনপি যোগদান করেন।
প্রভাশ চন্দ্র রায় জানান, এ এলাকাটি সনাতন ধর্মালম্বী এলাকা। এখানকার প্রতিবেশীরা বিএনপির আর্দশে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলো।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, সনাতন ধর্মালম্বী ছয় শতাধিকের পাশাপাশি জামায়াতের আরও ১০ জন এ অনুষ্ঠানে যোগদান করেছেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক প্ররেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান টিপু, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু প্রমুখ।







.gif)








