বিরামপুরে পিঁড়ি দিয়ে পিটিয়ে স্বামী হত্যা, স্ত্রী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

বিরামপুর প্রতিনিধিঃ পারিবারিক কলহের জেরে দিনাজপুরের বিরামপুরে পিঁড়ি দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা করেছেন স্ত্রী। মঙ্গলবার উপজেলার দিওর ইউনিয়নের কুচিয়া মোড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্ত্রী রেহেনা বেগম তার স্বামী হাফিজুলকে বসার পিঁড়ি দিয়ে আঘাত করেন। এতে হাফিজুলের মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী রেহেনা বেগমকে আটক করা হয়েছে।







.gif)








