ভুমি দস্যুদের কবল থেকে কিশোরীগঞ্জ বহু মূখি উচ্চ বিদ্যালয়ের মুল্যবান জমি উদ্ধার

- আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৫০২ বার পড়া হয়েছে

ফজল কাদির: ভূমি দস্যুদের কবল থেকে ২৬ শতক মুল্যবান জমি উদ্ধার করেছে নীলফামারীর কিশোরীগঞ্জ বহু মূখি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কিশোরীগঞ্জ বহু মূখি উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন ২৬ শতক জমি দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভোগদখল করছিল মোঃ এশা সহ সহোদর দুই ভাই। কিশোরগঞ্জ-রংপুর সড়ক সংযুক্ত ওই জমিতে ৭টি পাকা ও কাচা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল ভুমি দস্যুরা। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিজবুল্লাহ ডালিম এশা গংদের ভাতিজা হওয়ার কারণে তার প্রভাবেই গড়ে তুলেন প্রতিষ্ঠানগুলো। বিদ্যালয় কর্তৃপক্ষ জবরদখল জমি উদ্ধারে ২০২৩ সালে রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসে একটি মিস কেস দাখিল করেন। মিস কেস নম্বর ১৯৭/২৩। দলিল ও প্রয়োজনিয় কাগজ বিশ্লেষণ করে দীর্ঘ শুনানীতে জোনাল অফিস কিশোরীগঞ্জ বহু মূখি উচ্চ বিদ্যালয়ের পক্ষে গত ২৯ মার্চ’২০২৫ রায় দেন। গত ৩ দিন ধরে ওই জমিতে অবৈধভাবে গড়ে উঠা মা ও শিশু ডিজিটাল কেয়ার এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার, কিশোরগঞ্জ ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টার ,মিনিষ্টার সো রুম সহ ৭টি প্রতিষ্ঠান বিদ্যালয়ের দখলে নেয়।
কিশোরগঞ্জ বহু মূখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম বলেন, আওয়ামী দুঃশাসনের কারণে আমাদের মুল্যবান জমি বেহাত হয়েছিল। আইন শৃংখলা বাহিনী ছাড়াই আমরা আমাদের সম্পদ উদ্ধার করছি।
এ ব্যাপারে মোঃ এশার ভাগিনা মোঃ ওয়াশিম বলেন, বিগত দিনের বিদ্যালয় ম্যানেজিং কমিটির একজন সদস্য আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আমাদের স্থাপনা করার মৌখিক আদেশ দেন।