গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

- আপডেট সময় : ০৯:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা, ২০২৪ এর ফলাফল আজ রবিবার বেলা ১১টার দিকে গণভবনে ডিজিটালি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পূর্বে, সকাল ১০টার দিকে সকল বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। শীর্ষে রয়েছে যশোর বোর্ড, আর সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে। এবছর ছাত্রদের পাসের হার ৮১.৫৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪.৪৭ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৩.৯২ শতাংশ, বরিশালে ৮৯.১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২.৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯.২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮.৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯.২৬ শতাংশ, সিলেটে ৭৩.৩৫ শতাংশ, ময়মনসিংহ ৮৪.৯৭ শতাংশ ও যশোরে ৯২.৩২ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬ শতাংশ।