সৈয়দপুরে কুকুরের আনাগোনায় ঝোপঝাড়ে মিললো নবজাতকের লাশ

ফজল কাদির
- আপডেট সময় : ০১:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ জঙ্গলের ঝোপঝাড়ে কুকুরের আনাগোনার সূত্র ধরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(২৮ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া থেকে কুমারগাড়ী দিকে যাওয়া সড়কের পাশের ঝোপে লাশটি পাওয়া যায়। তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, এলাকাবাসী কুকুরের আনাগোনায় বিষয়টি টের পায়। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং অজ্ঞাত পরিচয় হওয়ায় নবজাতকের লাশটি গ্রাম পুলিশের মাধ্যম দাফনের ব্যবস্থা করা হয়।