ক্রীড়া ডেস্কঃ হঠাৎ ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক ভিডিও বার্তায় আকস্মিক এ ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। শনিবার (৫ নভেম্বর) আলমেরিয়ার বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলবেন বলে জানিয়েছেন পিকে।
চার বছর আগে বিস্ময় জাগিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন পিকে। ঠিক তেমনি বৃহস্পতিবার আচমকা বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি প্রকাশ করেছেন পিকে, সেখানে তিনি বলেছেন, ‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, আমাকে সবকিছু দিয়েছেন।’
তিনি আরও বলেন, 'আমি সবসময় বলেছি, বার্সার পর আমার ক্যারিয়ারে আর কোনো দল থাকবে না এবং সেটাই হবে। এই শনিবার ক্যাম্প ন্যুতে আমার শেষ ম্যাচ।’
২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনার একাডেমিতে (লা মাসিয়া) খেলেছেন পিকে। এরপর তিনি যোগ দেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে চার বছরের অধ্যায়ে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান তিনি। ২০০৮ সালে ফেরেন ক্যাম্প ন্যুতে।
কাতালান দলটির হয়ে প্রায় দেড় দশকে তিনি খেলেছেন ৬১৫ ম্যাচ। গোল করেছেন ৫২টি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা, সাতটি কোপা দেল রেসহ জিতেছেন মোট ৩০টি শিরোপা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।