আগামীকাল থেকে পার্বতীপুর-রংপুর রুটে নিয়মিত চলবে ডেমু ট্রেন

- আপডেট সময় : ১২:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ চীনা প্রযুক্তির সেই ডেমু ট্রেন দেশীয় প্রযুক্তিতে সচল হওয়ায় আগামীকাল রবিবার থেকে পার্বতীপুর-রংপুর রেলরুটে নিয়মিত চলাচল করবে ট্রেনটি।
এ তথ্য নিশ্চিত করেছেন পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানা(কেলোকা) প্রধান নির্বাহী (সিএক্স) মো. রফিকুল ইসলাম।
তিনি আরও জানান, কম দূরত্বে যাত্রী পরিবহনে সেবা আরও উন্নত, সহজ এবং দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার সুবিধার জন্য আনা ডেমু ট্রেন আগামীকাল রবিবর থেকে পার্বতীপুর-রংপুর রুটে নিয়মিত চলাচল শুরু করবে। প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রংপুরে পৌঁছাবে। আবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রংপুর থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পার্বতীপুরে পৌঁছাবে। চলাচলকারী ট্রেনটির কর্মদক্ষতা সন্তোষজনক হলে ভবিষ্যতে পর্যায়ক্রমে পার্বতীপুর থেকে দিনাজপুর, পার্বতীপুর থেকে কাউনিয়া ও কাউনিয়া থেকে কুড়িগ্রাম রুটেও চলাচল করবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ট্রায়াল রানে কিছু সংখ্যক যাত্রী নিয়ে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রায়াল দেয় এই ডেমু ট্রেনটি।