মোঃ মারুফ হোসেন লিয়ন, বিশেষ প্রতিনিধিঃ উত্তরবঙ্গের অবহেলিত ক্রীড়াঅঙ্গনকে ঢেলে সাজাতে চান তরুন ক্রীড়া সংগঠক মিনহাজুল ইসলাম মিনহাজ। ইতিমধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই অঞ্চলের ক্রীড়াঅঙ্গনকে গোটা বিশ্বে পরিচিতি করতে পরিকল্পনা নিয়েছেন তিনি।
মিনহাজের হাতে গড়া এফসি উত্তরবঙ্গ ক্লাবকে নিয়ে স্বপ্ন বুনছেন এই অঞ্চলের মানুষ। আমরা জানি অন্যন্যা অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে উত্তরবঙ্গের ক্রীড়াঅঙ্গন। তাই এফসি উত্তরবঙ্গ ক্লাব গঠন করে জানান দিয়েছেন এগিয়ে যাওয়ার সময় এসেছে এই ক্লাবের হাত ধরে। তাই তো এফসি উত্তরবঙ্গের আয়োজন ৪ নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল গোল্ডকাপ। যেখানে প্রতিটি দলে চারজন বিদেশী খেলোয়ার খেলাতে পারবে।
যা উত্তরবঙ্গের দিনাজপুর, পার্বতীপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত গোল্ডকাপে ভারতে ৩টি ও বাংলাদেশের ৩টি দল অংশগ্রহন করছে। যা উত্তরবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। শুধু তাই নয় প্রথম বারই পাওনিয়ার লীগ থেকে ২য় বিভাগে বাজিমাত করে এই ক্লাবটি। ক্লাবটির মহিলা দলটিও তাদের যোগ্যতার প্রমান করেছিলো। এই ক্লাবের আয়োজনে নর্থ বেঙ্গল টি২০ প্রিমিয়ার লীগ আয়োজনের চিন্তা ভাবনা চলছে।যা এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তর টুর্নামেন্ট হতে যাবে।
তরুন ক্রীড়া সংগঠক মিনহাজ জানান, ঝিমিয়ে পড়া এই অঞ্চলের ক্রীড়াঅঙ্গনকে তার পুরনো জৌলুস ফিরিয়ে আনতে ইতিমধ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি। আমরা অবগত রয়েছেন সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ-ভারত গোল্ডকাপ উত্তরবঙ্গে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে ঘিরে যে আমেজ তৈরি হয়েছে তা ধরে রাখাই আমার লক্ষ্য।
আপনারা জানেন বিভিন্ন কারনে কিংবা পৃষ্টপোষকতার অভাবে ঢাকাসহ বিভিন্ন বড় টুর্নামেন্টে এই অঞ্চলের দল তেমন অংশগ্রহন করে না। আমরা নতুন করে বিশ্বকে চিনাতে এসেছি উত্তরবঙ্গ কি! আমরা আরও একটি নর্থ বেঙ্গল টি২০ প্রিমিয়ার লীগ আয়োজনের পরিকল্পনা নিয়েছি। উত্তরবঙ্গের সকল সংগঠক,খেলোয়ার,ক্লাব কর্মকতাদের নিয়ে আমরা কাজ করছি।
সৈয়দপুরে আয়োজন না হওয়ার কারন জানতে চাইলে তিনি জানান, একটি টুর্নামেন্টের প্রান হচ্ছে দর্শক। তারপর হলো মাঠ। সৈয়দপুরে খেলা উপভোগ করার মতো গ্যালারী নেই, মাঠের অবস্থাও ভালো নেই। তবে আমি কথা দিচ্ছি সৈয়দপুরে যদি এক সাইড গ্যালারী করা হয় দশটা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করবো।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।