সৈয়দপুর ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়ন ভাবনা নিয়ে নীলফামারী প্রেস ক্লাবে জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ

ফজল কাদির
  • আপডেট সময় : ০৪:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল কাদির: নীলফামারীর সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে শনিবার বিকালে নীলফামারী প্রেস ক্লাবে হল রুমে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি নীলফামারী-২(সদর) আসনের জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

নীলফামারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, পিছিয়ে পড়া নীলফামারীকে সকলে মিলে নতুনভাবে সাজাতে চাই। এ জন্য বৈষম্য ও দুর্নীতির শৃঙ্খল ভেঙে ন্যায়ের আলোয় উদ্ভাসিত এক নতুন নীলফামারী গড়ে তুলতে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এ সময় তিনি উন্নয়ন-রাজনীতি-জনগণের অধিকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপুর্ণ বিষয় তুলে ধরে বলেন, সাংবাদিকরা নিরপেক্ষতা বজায় রেখে খবর প্রকাশ করবে। যেটি এলাকার উন্নয়ন ও এলাকার জনগণের সহায়তার ভুমিকা রাখবে।

তিনি বলেন, আমি নীলফামারী শহরে বেড়ে উঠেছি। ছোটকাল থেকে এখানকার প্রবীন সাংবাদিক ও এলাকাবাসী আমাকে বড় হতে দেখেছেন। আমার বাপ দাদা, ভাইকে সকলেই একবাক্যে চেনেন। সে ক্ষেত্রে স্থানীয় ছেলে হিসাবে আমার একটা দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব পালনে একটা সুযোগ পেয়েছি। যদি জনগণ আমাদের সুযোগ দেয়, তাহলে লুটতরাজের রাজনীতি বন্ধ করে নিরাপদ ও সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব।

তিনি আরও বলেন, গত ১৭ বছর এই আসনের মানুষ প্রকৃত ভোটাধিকার পাননি। ফলে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে এবং নীলফামারীর উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। নীলফামারীতে উত্তরা ইপিজেড থাকলেও তা পূর্নাঙ্গ নয়, এখানে আজ তৈরী হয়নি কন্টেনার ডিপো। রেলপথ থাকলেও সে ভাবে উন্নয়ন ঘটেনি। চিলাহাটি স্থলবন্দরের কার্যক্রম নেই, বিশ্ববিদ্যালয় নেই, সড়ক পথে অন্যান্য জেলার সাথে যোগাযোগ দীর্ঘপথের। এ সকল সহ বিভিন্ন দিক চিহিৃত করেছি। বিশেষ করে এখানে শিল্পকারখানা সেভাবে গড়ে উঠছেনা। উদোক্তা তৈরী ও শিল্পাঞ্চল গড়ে তোলা জরুরী। এই শূন্যতার সুযোগ আমি কাজে লাগাতে চাই।

তিনি জানান, আত্মনির্ভরশীল ও আধুনিক জেলা হিসেবে
গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী ইতোমধ্যে বিস্তৃত
পরিকল্পনা হাতে নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার
আধুনিকায়ন, কৃষি, মৎস উদ্যোক্তা উন্নয়ন জরুরী।

শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডঃ মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা, সদর জামায়াতের কর্ম পরিষদের সদস্য মওলানা মোকাররম হোসেন সহ দলেল অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


উন্নয়ন ভাবনা নিয়ে নীলফামারী প্রেস ক্লাবে জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ

আপডেট সময় : ০৪:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

ফজল কাদির: নীলফামারীর সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে শনিবার বিকালে নীলফামারী প্রেস ক্লাবে হল রুমে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি নীলফামারী-২(সদর) আসনের জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

নীলফামারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, পিছিয়ে পড়া নীলফামারীকে সকলে মিলে নতুনভাবে সাজাতে চাই। এ জন্য বৈষম্য ও দুর্নীতির শৃঙ্খল ভেঙে ন্যায়ের আলোয় উদ্ভাসিত এক নতুন নীলফামারী গড়ে তুলতে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এ সময় তিনি উন্নয়ন-রাজনীতি-জনগণের অধিকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপুর্ণ বিষয় তুলে ধরে বলেন, সাংবাদিকরা নিরপেক্ষতা বজায় রেখে খবর প্রকাশ করবে। যেটি এলাকার উন্নয়ন ও এলাকার জনগণের সহায়তার ভুমিকা রাখবে।

তিনি বলেন, আমি নীলফামারী শহরে বেড়ে উঠেছি। ছোটকাল থেকে এখানকার প্রবীন সাংবাদিক ও এলাকাবাসী আমাকে বড় হতে দেখেছেন। আমার বাপ দাদা, ভাইকে সকলেই একবাক্যে চেনেন। সে ক্ষেত্রে স্থানীয় ছেলে হিসাবে আমার একটা দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব পালনে একটা সুযোগ পেয়েছি। যদি জনগণ আমাদের সুযোগ দেয়, তাহলে লুটতরাজের রাজনীতি বন্ধ করে নিরাপদ ও সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব।

তিনি আরও বলেন, গত ১৭ বছর এই আসনের মানুষ প্রকৃত ভোটাধিকার পাননি। ফলে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে এবং নীলফামারীর উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। নীলফামারীতে উত্তরা ইপিজেড থাকলেও তা পূর্নাঙ্গ নয়, এখানে আজ তৈরী হয়নি কন্টেনার ডিপো। রেলপথ থাকলেও সে ভাবে উন্নয়ন ঘটেনি। চিলাহাটি স্থলবন্দরের কার্যক্রম নেই, বিশ্ববিদ্যালয় নেই, সড়ক পথে অন্যান্য জেলার সাথে যোগাযোগ দীর্ঘপথের। এ সকল সহ বিভিন্ন দিক চিহিৃত করেছি। বিশেষ করে এখানে শিল্পকারখানা সেভাবে গড়ে উঠছেনা। উদোক্তা তৈরী ও শিল্পাঞ্চল গড়ে তোলা জরুরী। এই শূন্যতার সুযোগ আমি কাজে লাগাতে চাই।

তিনি জানান, আত্মনির্ভরশীল ও আধুনিক জেলা হিসেবে
গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী ইতোমধ্যে বিস্তৃত
পরিকল্পনা হাতে নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার
আধুনিকায়ন, কৃষি, মৎস উদ্যোক্তা উন্নয়ন জরুরী।

শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডঃ মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা, সদর জামায়াতের কর্ম পরিষদের সদস্য মওলানা মোকাররম হোসেন সহ দলেল অন্যান্য নেতৃবৃন্দ।