ডেস্ক রিপোর্টঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিংঙ্গরগাড়ী মাঝাপাড়া হইতে মোঃ শিমুল (১৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ছেলে নিখোঁজ হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ঃ০০ ঘটিকার দিকে সে বাড়ি থেকে বাহির হয়ে আর বাসায় ফিরেনি।
তার পিতার নাম মোঃ বদিউজ্জামান, মাতার নাম শিল্পী বেগম।
শিমুল মানসিক ভারসাম্যহীন হলেও নাম, ঠিকানা সবই বলতে পারে। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল গোলাপি রঙের শার্ট ও জিন্স প্যান্ট।
বাসা থেকে বেরিয়ে আসার পর আর বাসায় না ফিরলে শিমুলের পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন সহ চারপাশে অনেক খোজাখুজি করে। কোথাও তার সন্ধান পাওয়া না যাওয়ায় তার বাবা নিরুপায় হয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সন্তানের সন্ধান না পাওয়ায় নিখোঁজ শিমুলের বাবা-মা সহ পরিবারের সদস্যরা শোকাহত ও দুশ্চিন্তায় দিন কাটছেন।
কোন সুহৃদয় ব্যক্তি কোথাও নিখোঁজ শিমুলের সন্ধান পেলে নিকটস্থ থানায় কিংবা নিম্নোক্ত মোবাইল নাম্বারে জানিয়ে সহযোগিতা করুন।
01310021842
01788042973
(নিউজটি শেয়ার করুন)
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।