ফজল কাদিরঃ এবার আমন সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কর্মসূচি শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রবিবার দুপুরে নীলফামারী সার্কিট হাউসে চলতি আমন ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
খাদ্য উপদষ্টা বলেন, কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন সংগ্রহে ৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) স্থাপন সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ রংপুর বিভাগসমুহের জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।