ফজল কাদির: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ধাইজান নদীতে গোসল করতে গিয়ে মৃগীরোগী মিনা বেগম (২৬) অসুস্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে মারা যান।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি গ্রামের ব্যবসায়ী লুৎফর রহমান লুতুর সৎ বোন মিনা বেগম দুপুরে একাই বাড়ীর পাশে থাকা ধাইজান নদীতে গোসল করতে যান। এ সময় অসুস্থ হলে মৃগীরোগী মিনা নদীত ডুব যায়। অনেক খাঁজাখুজির পর তার মরদেহ উদ্ধার হয়।
প্রায় এক যুগ আগে উত্তর দুড়াকুটি গ্রামের জিয়ারুলের সাথ মিনা বিয়ের পিড়িতে বসলেও মৃগী রোগের কারনে স্বামী পরিত্যাক্তা হয়ে সৎ ভাই লুতুর বাড়ীতে উঠেন।
কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুড়াকুটি গ্রামের মফিজ উদ্দিনের কনিষ্ট মেয়ে মিনা বেগম।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু ঘটনার সত্যতা স্বীকার করন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।