প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ১১:০৪ এ.এম
কিশোরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বুধবার দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, থানা প্রতিনিধি এস আই ফিরোজ, ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, অধ্যক্ষ মোতাহার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু প্রমুখ।
সভায় থাই গেম ও ভিসা প্রতারকদের দৌরত্ম্য বেড়েছে বলে বক্তব্যে উঠে আসে। এছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকলেও আরো সজাগ থাকার বিষয়ে বক্তারা বলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.