ষ্টাফ রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মারধর আওয়ামীলীগ ও তার দোসরদের হামলায় দোকানপাট ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ মানুষ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেয় হাজার হাজার সাধারণ মানুষ। এ সময় নীলফামারী-রংপুর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে যায়। মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু।
তিনি বলেন, কিশোরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুল ইসলাম আনিছের ইন্ধনে কতিপয় কর্মী হামলা চালায়। তারা আমার সফলতাকে ধুলিসাৎ করে দিতে চায়। আমার বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের উপস্থিতি স্বাক্ষী হয়ে দাঁড়িয়েছে। তারা আমার সুনাম ক্ষুন্ন করার পাশাপাশি আমার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও লুটপাট চালিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লক্ষ টাকার মালামাল ও যন্ত্রপাতি লুটপাট করেছে। আমি তাদের দৃষ্টান্ত শাস্তির দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুল ইসলাম আনিছের মোবাইল ফোনে যোগাযোগের করা হলে তিনি বলেন, মানববন্ধনে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।