কিশোরগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সকল প্রধানমন্ত্রী,আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার(১ ডিসেম্বর)সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপুসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর।
খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের মাতৃতুল্য নেত্রীর জীবন সংকটাপন্ন। এ অবস্থায়, তার সুস্থতার জন্য আমরা সকলে দোয়া করব। মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে দেন এই কামনা করছি।
দোয়া মাহফিল পরিচালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুজ।







.gif)


