প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৩, ১:৩৬ পি.এম
কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

ফজল কাদিরঃ নীলফামারীর নবাগত জেলা প্রশাসক বৃহস্পতিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সরকারী কর্মকর্তা সহ সর্বস্তরের পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আলম হোসেন, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান,পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরায়ার্দী গ্রের্নেড বাবু। মতবিনিময়ে সরকারী কর্মকর্তা সহ নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শাহনেওয়াজ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.