প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৩, ১১:৪৩ এ.এম
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ

ফজল কাদিরঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১শ' ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত ও ডিজিটাল প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি,মতিয়ার রহমান, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সরঞ্জাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এন মাহমুদ শরীফ,দক্ষিণ দুরাকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল,দক্ষিণ সোনাকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম,উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, মাগুড়া মাষ্টার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও গনেশ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত হোসেন ও প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.