কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর কিশারগঞ্জে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই নামাজের আয়োজন করে তহিদী মুসলিম জনতা।
নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, কিশোরগঞ্জ বায়তুন-নুর মসজিদর ঈমাম মাওলানা আব্দুর রশিদ।
ওলামা পরিষদ কিশারগঞ্জ শাখার সভাপতি মওলানা জাহেদুল ইসলাম বলেন, সারাদেশ তাপদাহে পুড়ছে। দেশের এমন ক্রান্তিকালে বৃষ্টি এবং তাপদাহ থেকে রেহাই পেতে ইসতিসকার নামাজ আদায় করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।