ফজল কাদিরঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের উপ শাখার যাত্রা শুরু হলো আজ। কিশোরগঞ্জ উপজেলার উদ্যোক্তা, শুভাকাঙ্খী, ব্যবসায়ী, সাংবাদিক ও অংশিজনদের উপস্থিতিতে মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে এই শাখাটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সহকারী ভাইচ প্রেসিডেন্ট ও নীলফামারী শাখার ব্যবস্থাপক হারুন অর রশিদ, ভবন মালিক ফজল কাদির, উপ শাখার ইনচার্জ ও সিনিয়র অফিসার শাহাবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শামীম হোসেন, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং’র স্বত্বাধিকারী রেজাউল করিম রেজা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।