খানসামায় অসুস্থ গরু জবাই করার প্রস্তুতি, কসাইকে এসিল্যান্ডের জরিমানা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অসুস্থ গরু জবাই করার প্রস্তুতি চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।
গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকেরহাট আশরাফ মাংস স্টোরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে এই জরিমানা করেন তিনি৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী প্রমুখ।
এসিল্যান্ড মারুফ হাসান জানান, অসুস্থ গরু জবাই করার প্রস্তুতিকালে তাকে হাতে নাতে ধরে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এর ২৪(১) ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনগণ যাতে প্রতারণার শিকার না হয় এই লক্ষ্যে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।