খানসামায় জোর করে জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ৪৮ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহিতে মিজানুর রহমান সাহেব (৩৮) এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকেরা বিচার সালিসি করেও ভোগদখল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে।
জানা যায়, উপজেলার গোয়ালডিহি গ্রামের নতুন বাজার সড়ক সংলগ্ন একই গ্রামের তেলিপাড়া এলাকার আজিমুল হক, মন্টু আলী, দুলাল হোসেন ও আজিজুল হকের জমি অজান্তে একই এলাকার মিজানুর রহমান সাহেব ও তার বাবা প্রায় ৫০ বছর ধরে জোরপূর্বক ভোগদখল করে যাচ্ছে। সর্বশেষ রেকর্ডের সময় জমির মালিকেরা তাদের জমির খোঁজ পেলে স্থানীয় সালিশির মাধ্যমে সেসব জমির মালিকানা বুঝে পায়। জমির মালিকদের কাছ থেকে গত ৩ মাস আগে একই জায়গার ৪ শতক জমি একই এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ নুরল হক কিনে নিলে এর সীমানা ও দখল নিয়ে আবারো পায়তারা শুরু করে মিজানুর রহমান সাহেব। এ নিয়ে পরপর ৩ বার জমি মাপের স্থানীয় আমিনদের নিয়ে আসলে পাত্তা দেয় না সাহেব। আবার জমির দখলে গেলে লোকজন নিয়ে এসে বাঁধা প্রদান করে। এ নিয়ে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে পুনরায় জমি মাপের জন্য আসলে সাহেব আবারো বাঁধা দেয় ও ২ মাসের সময় চান। এ নিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে মিজানুর রহমান সাহেব বলেন, আমি জমির দখল অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন ভুট্টা রোপণ করার কারনে জমি মাপের জন্য ২ মাস সময় নেওয়া হয়েছে। এরপর জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ নুরল হক বলেন, জমি মাপের জন্য সাহেবের সাথে কথা বলে স্থানীয় আমিনদের নিয়ে আসলে তিনি আর আসেন না। আবার জমিতে কাজ করার জন্য গেলে বাঁধা দেয় ও হুমকি দেয়। আমি এর প্রতিকার চাই।