প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৩, ৫:১২ পি.এম
খানসামায় ডলার প্রতারণা চক্রের মূল হোতা শেফা ও সহযোগী আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ডলার প্রতারণা চক্রের মুল হোতা একাধিক মামলার আসামী শেফাউল হক শেফাসহ তার এক সহযোগীকে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভাবকি ইউনিয়নে ডলার প্রতারণা করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন ডলার প্রতারক মো: আরিফুল ইসলাম (২৯)। তিনি আঙ্গারপাড়া গ্রামের আঃ সাত্তারের ছেলে। আটকের পর ভাবকি ইউপিতে নিয়ে আসার পর স্থানীয় লোকজন তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য মতে তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেনের নির্দেশনায় এবং ওসি চিত্তরঞ্জন রায় ও ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদুল ইসলামের নেতৃত্বে দিবাগত রাতে বিশেষ অভিযানে পার্শ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে আটক হয়েছে উপজেলার ডলার প্রতারক চক্রের মূল হোতা শেফাউল হক শেফাকে। তিনি আঙ্গারপাড়া গ্রামের মৃত তবির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, মূল হোতা শেফা একাধিক মামলার আসামি। আমরা তাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি। ডলার চক্রের মূল হোতাসহ সহযোগীকে আটক করেছি। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.